Monday, February 22, 2010

সব গার্মেন্টে ইউডি অটোমেশন সফটওয়্যার চালু হচ্ছে

সব গার্মেন্টে ইউডি অটোমেশন সফটওয়্যার চালু হচ্ছে

গার্মেন্ট কারখানায় ইউডি সফটওয়্যার চালুর মাধ্যমে ব্যয় কমার পাশাপাশি স্বচ্ছতা নিশ্চিত হবে। গার্মেন্টগুলোর জন্য বিজিএমইএতে ইউডি তথ্যের আর্কাইভ তৈরি করা যাবে। প্রয়োজনে সদস্য প্রতিষ্ঠানে সফটওয়্যার ব্যবহারের জন্য বিশেষ ব্যবস্থা নেবে বিজিএমইএ। শিগগির বিজিএমইএ সদস্য পোশাক কারখানাগুলোতে পূর্ণাঙ্গভাবে ইউডি অটোমেশন সফটওয়্যার চালু করা হবে।
গতকাল তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি কার্যালয়ে এক সভায় বক্তারা এসব কথা বলেন। বিজিএমইএ সভাপতি আবদুস সালাম মুর্শেদীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিজিএমইএ দ্বিতীয় সহ-সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, পরিচালক শহীদুল্লাহ আজিম, ইউডি অটোমেশন কমিটির চেয়ারম্যান মিনহাজুল ইসলাম। সভায় জানানো হয়, বিজিএমইএ তৈরি পোশাক শিল্পের জন্য বিটুবি ওয়েবপোর্টাল চালু করেছে। এতে পোশাক সরবরাহকারী, ক্রেতাসহ ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পের জন্য ভার্চুয়াল মার্কেট হিসেবে কাজ করবে। ধারণা করা হচ্ছে এর ফলে পোশাক ক্রেতাসহ অন্যান্য প্রতিষ্ঠান উপকৃত হবে।
SOURCE: www.techzoom24.com



Some Subject (Many post in one subject):