‘রাশিয়ায় তৈরি পোশাকের বাজার খোঁজা হচ্ছে’
পাকিস্তান ইইউতে রফতানির ক্ষেত্রে ৭৫টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা পেয়েছে৷ এর মধ্যে বাংলাদেশের আপত্তি করা তৈরি পোশাক খাতের পাঁচটি পণ্য রয়েছে৷ ইইউতে পোশাক রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে ধারণা৷
এ ব্যাপারে তৈরি পোশাক খাতের সংগঠন বিজিএমইএ'র দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট মো: সিদ্দিকুর রহমান বলেন, পাকিস্তান সুযোগটা পেয়েছে দুই বছরের জন্য৷ বন্যা সহ অন্যান্য কারণে পাকিস্তানের অর্থনীতি খারাপ হওয়ায় মানবিক দিক বিবেচনা করে স্বল্পোন্নত দেশ না হলেও পাকিস্তানকে এই সুবিধা দেয়া হচ্ছে৷ এতে বাংলাদেশের পোশাক খাতে সামান্য হলেও প্রভাব পড়বে বলে জানান সিদ্দিকুর রহমান৷ তবে অন্য দিক দিয়ে সেই ক্ষতিটা পুষিয়ে নেয়ার চেষ্টা করা হবে বলে জানান তিনি৷
রহমান বলেন, বাংলাদেশ গত বছর পোশাক খাত থেকে প্রায় আঠারশো কোটি ডলার আয় করেছে৷ এর শতকরা ৬০ ভাগ এসেছে ইইউ থেকে৷ এর মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে জার্মানিতে৷
সিদ্দিকুর রহমান বলেন, দেশের গ্যাস ও বিদ্যুতের সমস্যার সঙ্গে যোগ হয়েছে ইউরোপের আর্থিক মন্দা৷ ফলে ব্যবসা ভাল হচ্ছে না৷
তবে তিনি বলেন, নতুন নতুন বাজার খোঁজা হচ্ছে৷ বিশেষ করে জাপান, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিলের মতো দেশে বাংলাদেশের পোশাকের বাজার হচ্ছে বলে জানান তিনি৷ এছাড়া রাশিয়াতেও ঢোকার চেষ্টা চলছে বলে জানান বিজিএমই'র এই কর্মকর্তা৷
প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূ
ক
Some Subject (Many post in one subject):
- তৈরি পোশাকের বাজার (6 post in one subject)
- গার্মেন্টস স্টক লট (4 post in one subject)
- গার্মেন্টনির্ভর পেশা (4 post in one subject)
- বায়িং ব্যবসা (2 post in one subject)
- গার্মেন্টস শিক্ষা-প্রশিক্ষণ (3 post in one subject)
- বায়িং ব্যবসা (2 post in one subject)
- ব্যবসাঃ (2 post in one subject)