পোশাক শ্রমিকদের বাসস্থান নিশ্চিত করতে ২% সুদে ঋণ পাবেন গার্মেন্টস মালিকরা
পোশাক শ্রমিকদের বাসস্থান নিশ্চিত করতে গার্মেন্টস মালিকদের ২ শতাংশ সরল সুদ হারে ঋণ দেবে কেন্দ্রীয় ব্যাংক।
এ জন্য মঙ্গলবার গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ এবং কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে নির্বাহী পরিচালক মো. মাহফুজুর রহমান এবং বিজিএমইএ-এর পক্ষে সংগঠনটির সহ-সভাপতি (অর্থ) রিয়াজ বিন মোহাম্মদ।
সমঝোতা স্মারক অনুযায়ী, এ ঋণের গ্যারান্টি হিসেবে বিজিএমইএ-কে রাখা হয়েছে। যদি কোনো কারণে কারখানা মালিকরা ঋণ পরিশোধ করতে ব্যর্থ হন তবে তা পরিশোধ করবে বিজিএমইএ।
চুক্তি সই অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, এ ঋণ নিয়ে কারখানা মালিকরা যদি শ্রমিকদের বাসস্থান নির্মাণ করে তাহলে প্রায় ২ কোটি মানুষ নিশ্চিত বাসস্থান পাবে। কারণ এ খাতে প্রায় ৪০ লাখ লোক নিয়োজিত রয়েছেন। যাদের ওপর প্রায় ২ কোটি মানুষ নির্ভরশীল।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানসহ বিজিএমইএ'র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Source: http://www.jugantor.com/
Some Subject (Many post in one subject):
- তৈরি পোশাকের বাজার (6 post in one subject)
- গার্মেন্টস স্টক লট (4 post in one subject)
- গার্মেন্টনির্ভর পেশা (4 post in one subject)
- বায়িং ব্যবসা (2 post in one subject)
- গার্মেন্টস শিক্ষা-প্রশিক্ষণ (3 post in one subject)
- বায়িং ব্যবসা (2 post in one subject)
- ব্যবসাঃ (2 post in one subject)
No comments:
Post a Comment