জয়পুরহাটের উদ্যমী নারী সেলিনা আকতার জিরো থেকে লাখপতি
জয়পুরহাট প্রতিনিধি :
১৪ বছর আগের কথা। জয়পুরহাট শহরের শান্তিনগর মহল্লার বাসিন্দা সেলিনা আক্তার, স্বামী মোশাররফ হোসেন। ৯ বছর ও ১ বছর বয়সের দুই পুত্র সন্তান নিয়ে তাদের সংসার। স্বামী দর্জির কাজ করতো। রেলওয়ে হকার্স মার্কেটে ছোট একটি দোকান মোশাররফের। রেললাইনের উপর গড়ে ওঠা পুরাতন কাপড়ের দোকান থেকে শার্ট-প্যান্ট ও শীতের কাপড় কিনে মানুষ তার কাছ থেকে কেটে ছেটে ফিটিং করে নিত। যা আয় হতো তা দিয়ে খেয়ে না খেয়ে চলতো তাদের সংসার। সন্তানরাও প্রায়ই থাকে অভুক্ত। অভাবের এই সংসারে স্বামী ও স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়াঝাটি লেগেই থাকতো। এরই মধ্যে ১৪ বছর আগে আগুন লেগে পুড়ে যায় জয়পুরহাট হকার্স মার্কেটের অধিকাংশ দোকানপাট। তারটিও রক্ষা পায়নি। তার সর্বস্ব পুড়ে যায়। রক্ষা পায়নি তার সেই সেলাই মেশিনটিও। সর্বস্ব হারিয়ে গোটা পরিবার তখন দিশেহারা। এনজিও জাকস ফাউন্ডেশন ইতিমধ্যে শান্তি নগর এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ে ঋণ দিতে শুরু করেছে। এটা ১৪ বছর আগের কথা। জাকসের সিনিয়র ঋণ কর্মকর্তা মাসুদা খানম। তখন তিনি ওই ঋণ কর্মকর্তাকে তার দুঃখের সব কথা খুলে বলেন। কিছুদিনের মধ্যে মাসুদা সেলিনার নামে বিশ হাজার টাকার ঋণের ব্যবস্থা করে দেন। সেই টাকা দিয়ে সেলিনা ২টি সেলাই মেশিন কিনে। আর স্বামী মোশাররফকে সঙ্গে নিয়ে ১০ হাজার টাকার গার্মেন্টসের কাটপিস কিনে আনেন সৈয়দপুর থেকে। স্বামী-স্ত্রী মিলে দু'জনে নব উদ্যমে দিনরাত কঠোর পরিশ্রম করে ট্রাউজার তৈরির কাজ শুরু করে। প্রতিদিন তারা দু'জনে ১০০ পিস ট্রাউজার তৈরি করে। আর সেই ট্রাউজারগুলো জয়পুরহাটের মার্কেটে পাইকারি বেচা শুরু করে। তাদের নিপুণ হাতের তৈরি ট্রাউজার বাজারে কদর বাড়তে থাকে। প্রতিদিন তা থেকে তাদের আয় হয় প্রায় ১ হাজার টাকা থেকে ১ হাজার দুইশ টাকা। মালের চাহিদা বেড়ে যায়। তখন তারা প্রতিবেশী হতদরিদ্র ৫জন মহিলাকে কাপড় সেলাইয়ের প্রশিক্ষণ দেন। তখন সেলিনা ও তার স্বামী মোশাররফ শুধু কাপড় কাটে আর ওই ৫জন নারী ট্রাউজার সেলাই করে। এভাবে তাদের কাজের পরিধি বাড়তে থাকে। এক বছরের মধ্যে ঋণের ওই টাকা পরিশোধ করে তারা জাকস ফাউন্ডেশন থেকে অরো ৫০ হাজার টাকা ঋণ নেয়। সেই টাকা দিয়ে ১০ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের ১০টি সেলাই মেশিন কিনে দেয়। এভাবে বাড়তে থাকে তাদের ব্যবসার আরো পরিধি। তার প্রতিষ্ঠানের নাম দেয় সৈকত গার্মেন্টস।
এখন তাদের গার্মেন্টসে মোট ৪৫ জন শ্রমিক কাজ করে। এদের মধে ৪১জনই নারী ও ৪জন পুরুষ শ্রমিক। ৪১জন প্রশিক্ষিত নারী শ্রমিক ট্রাউজার শেলাইয়ের কাজ করে। আর ৪জন পুরুষ শ্রমিক কাপড় কাটার কাজ করে। বাকি ৩১জন নারী শ্রমিককে জাকস ফাউন্ডেশন সেলাই মেশিন কেনার জন্য ঋণ দেয়। এই ৪১ জন নারী শ্রমিকের প্রত্যেকের বাড়িতেই এখন সেলাই মেশিন রয়েছে।
সেলিনা আক্তার জানান, তার নামে এখন জাকস তাকে ১ লাখ ৩০ হাজার টাকা ঋণ দিয়েছে। তার ক্যাশ প্রায় সাত লাখ টাকা। তাদের ট্রাউজার এখন জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, গাইবান্ধা, দিনাজপুর, রংপুর, ঢাকা, সিলেট, চিটাগাংসহ দেশের প্রায় সব জায়গাতেই যায়। সেলিনার স্বামী এখন শুধু মার্কেটিং করে। আর সেলিনা তার প্রতিষ্ঠান দেখাশোনা করে। আর তার বড় ছেলে বাবা ও মার কাজে সাহায্য করে। তাদের দেখাদেখি ওই এলাকায় এখন এরূপ ৮টি মিনি গার্মেন্টস ফ্যাক্টরি তৈরি হয়েছে। ওই এলাকার অধিকাংশ বাড়িতেই এখন সেলাই মেশিন রয়েছে। তারা ট্রাউজার সেলাই করে এখন স্বাবলম্বী। তাদের এখন আর অভাব নাই। সেলিনা আকতারের পাশের বাড়িতে গিয়ে দেখা যায় সিমা বেগম (৪০) ও তার দুই মেয়ে প্রীতি পারভীন (১৮) ও চৈতি আকতার (১৬) তিনটি মেশিনে তারা ট্রাউজার সেলাইয়ে ব্যস্ত। মা সিমা বেগম জানায়, তার স্বামী অসুস্থ, শয্যাশায়ী। কোন কাজ করতে পারে না। তাই তাদের খুব অভাবের মধ্যে দিন কেটেছে। সেলাইয়ের কাজ শিখে তিনি সাংসারিক কাজের পাশাপাশি ও তার দুই মেয়ে লেখাপড়ার ফাঁকে ফাঁকে ট্রাউজার সেলাইয়ের কাজ শুরু করে। এখন প্রতিদিন তারা তিনজন মিলে ৫০ থেকে ৬০টি ট্রাউজার সেলাই করতে পারে। প্রতিটি ট্রাউজার শেলাই বাবদ তারা ৭ টাকা করে মজুরি পায়। এ থেকে তাদের প্রতিদিন ৩৫০ টাকা থেকে ৪২০ টাকা আয় হয়। এতে করে তাদের লেখাপড়া খরচ ও সংসার ভালভাবেই চলে। এভাবে ওই এলাকার সবাই এখন স্বাবলম্বী।
জাকসের কো-অর্ডিনেটর মাইক্রো ফাইন্যান্স আফতাব আলী জানান, ওই এলাকায় সেলাই কজের জন্য তারা প্রায় দেড় শত পরিবারের মধ্যে ১ কোটি ১৯ লাখ ৫১ হাজার টাকা ঋণ সহায়তা প্রদান করেছে। যারা ঋণ নিয়েছেন তাদের প্রায় সবাই এখন স্বাবলম্বী। তারা নিয়মিত ঋণ নেয় ও সময়মত তা পরিশোধও করেন। শান্তিনগরের বিশিষ্ট ব্যবসায়ী ও জেলা মৎস্য সমিতির সভাপতি হেলাল উদ্দিন জানান, এক সময় ওই এলাকার অধিকাংশই ছিল হতদরিদ্র। কিন্তু জাকস ফাউন্ডেশনের ঋণের টাকায় এখন ঘরে ঘরে সেলাই মেশিন আর ট্রাউজার সেলাই করে এই এলাকার নারীরা এখন স্বাবলম্বী। ওই এলাকা এখন জয়পুরহাটের মডেল। একজন উদ্যমী নারী সেলিনা আকতার পাল্টে দিয়েছে ওই এলাকার চিত্র। নিজে স্বাবলম্বী হয়েছেন অন্যদেরও করেছেন স্বাবলম্বী। পাশাপাশি ওই এলাকাকে করেছেন আলোকিত।
Source: http://www.karatoa.com.bd/
No comments:
Post a Comment