অস্ট্রেলিয়ায় বাংলাদেশি তৈরি পোশাকের চাহিদা
‘তৈরি পোশাকের রফতানি বাড়াতে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের একটি মার্কেট গড়ে তোলা হবে’ বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে আয়োজিত স্থানীয় ব্যবসায়ী ও বাংলাদেশী কমিউনিটির সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘অস্ট্রেলিয়ায় বাংলাদেশের তৈরি পোশাকের চাহিদা অনেক। এ চাহিদা কাজে লাগিয়ে তৈরি পোশাকের রফতানি আরও বাড়াতে হবে।’ আগামী চার বছরে অস্ট্রেলিয়ায় তৈরি পোশাকের রফতানি ২০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বাণিজ্যমন্ত্রী।
তিনি বলেন, ২০২১ সালে বাংলাদেশের মোট রফতানির পরিমাণ পাঁচ হাজার কোটি ডলারে উন্নীত করার জন্য সরকার কাজ করে যাচ্ছে। এ জন্য আমদানিকারক ও বাংলাদেশের রফতানিকারকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তৈরি পোশাকশিল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘ইউএসএইড ও ইউকেএইডের আর্থিক সহযোগিতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সম্প্রতি একটি জরিপ পরিচালনা করে। এতে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের একটি পরিস্কার চিত্র উঠে এসেছে। এতে বলা হয়েছে, ইপিজেডের শ্রমিকরা ন্যূনতম ১০ হাজার এবং অন্যান্য কারখানার শ্রমিকরা ন্যূনতম ৭ হাজার ৩৪১ টাকা মজুরি পাচ্ছেন। শ্রমিকরা কর্মবান্ধব পরিবেশে কারখানাগুলোতে কাজ করার সুযোগ পাচ্ছেন। প্রতিটি প্রতিষ্ঠানের শ্রমিকরা তাদের মধ্য থেকে শ্রমিক নেতা নির্বাচন করতে আগ্রহী। বহিরাগত কোনো শ্রমিক নেতা তাদের পছন্দ নয়।
তিনি আরও বলেন, ‘তৈরি পোশাক কারখানাগুলোতে এখন মালিক ও শ্রমিকদের মধ্যে সুসম্পর্ক বিদ্যমান রয়েছে। কোনো ধরনের শ্রমিক অসন্তোষ নেই। একটি স্বার্থান্বেষী মহল তৈরি পোশাক খাতকে অস্থিতিশীল করতে বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। মালিক ও শ্রমিকদের যৌথভাবে এ ধরনের অপচেষ্টা প্রতিহত করতে হবে। সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করবে।’
অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার কাজী ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বের বিজিএমই’র পরিচালক সৈয়দ সাদেক আহমেদ এবং অস্ট্রেলিয়ায় অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির সদস্য ও ব্যবসায়ী নেতারা মতবিনিময় সভায় অংশ নেন।
Source: http://www.dainikazadi.org/
Some Subject (Many post in one subject):
- তৈরি পোশাকের বাজার (6 post in one subject)
- গার্মেন্টস স্টক লট (4 post in one subject)
- গার্মেন্টনির্ভর পেশা (4 post in one subject)
- বায়িং ব্যবসা (2 post in one subject)
- গার্মেন্টস শিক্ষা-প্রশিক্ষণ (3 post in one subject)
- বায়িং ব্যবসা (2 post in one subject)
- ব্যবসাঃ (2 post in one subject)
Some Bangladeshi Garments Website:
আমাদের দেশ এগিয়ে গেলে আমরা আনন্দিত। স্বাধীন বাংলাদেশে আমাদেরতো এটাই কাম্য=====
ReplyDeleteNews