ভারতের উদরে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর
বাংলাদেশের অর্থনীতিকে উজ্জীবিত করতে গার্মেন্টস সেক্টরের ভূমিকা অপরিসীম। অপরদিকে দেশের লাখ লাখ মা-বোনের কর্মসংস্থানের সৃষ্টি করে এই খাত তাঁদের ইজ্জত-আব্রু রক্ষা করে চলেছে। গার্মেন্টস সেক্টর আহরিত বৈদেশিক মুদ্রা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ স্ফীত করেছে। এই খাতের উপর ভর করে দেশ এগিয়ে যাচ্ছে।
কিন্তু নানামুখী ষড়যন্ত্র এবং অব্যবস্থাপনার কারণে আমরা দিনের পর দিন গার্মেন্টস সেক্টরের বাজার হারাচ্ছি যা আমাদের জন্য ভয়ংকর এক দুঃসংবাদ।
অপরদিকে আমাদের হারানো বাজার চলে যাচ্ছে ভারতের উদরে। গার্মেন্টস সেক্টরের সব বড় বড় অর্ডারগুলো ভারতে চলে যাচ্ছে। ২০১৪-১৫ অর্থবছরের এপ্রিল থেকে ফেব্রুয়ারী পর্যন্ত তৈরী পোশাক খাতে ভারতের প্রবৃদ্ধি হয়েছে ১৩.৪%।
অপর এক তুলনা চিত্রে দেখা যায়, চলতি পঞ্জিকা বছরের ফেব্রুয়ারীতে ভারতের পোশাক রফতানি ছিল ১৫৩ কোটি ৮০ লাখ ডলার যা আগের বছরের একই সময়ের তুলনায় ৮.৭% বেশী। এভাবেই এগিয়ে যাচ্ছে ভারতের গার্মেন্টস সেক্টর।
অপরদিকে, দিনের পর দিন আমরা পিছিয়ে পড়ছি। অথচ এমন তো হওয়ার কথা ছিল না।
[পুনশ্চ: আমাদের গার্মেন্টস সেক্টরে নানা ষড়যন্ত্রের কথা শোনা যায়। সামান্য ঘটনার অজুহাতে লেলিয়ে দেওয়া হয় শ্রমিকদের। কখনো কখনো রহস্যজনক দুর্ঘটনা ঘটে। এই ষড়যন্ত্রের পেছনে কাদের ইন্ধন রয়েছে তা গভীরভাবে খুঁজে দেখা দরকার। আমাদের বাজার নষ্ট হলে যারা তার বেনিফিসিয়ারী হয় তারা এই ষড়যন্ত্রের ক্রীড়ণক কিনা তাও খুঁজে দেখা জরুরী।]
- ছৈয়দ আন্ওয়ার
[লেখক: প্রকাশক, দৈনিক জনতা।]
Some Bangladeshi Garments Website:
No comments:
Post a Comment